বাংলা কালচার ডট কম :
একুশের প্রথম প্রহর থেকেই শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। কেন্দ্রিয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এরপর একে একে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার এম শওকত আলী, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ,কূটনীতিক ও সমাজের সর্বস্তরের নেতৃবৃন্দ।

জাতির মহান সন্তানদের শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান, জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি, ছাত্র-শিক্ষক কেন্দ্র, শিল্পকলা একাডেমি এলাকায় আগত লাখ লাখ মানুষের পোষাক খচিত ছিল বাংলা বর্ণমালা, গালে অংকিত শহীদ মিনার ও বাংলাদেশের জাতীয় পতাকা। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনার এলাকা। শিশু-কিশোর,বৃদ্ধ-বৃদ্ধা, আপামর জনসাধারন তাদের গভীর ভালবাসা আর পরম শ্রদ্ধায় স্মরণ করেন মাতৃভাষা বাংলার জন্য আত্মত্যাগকারী ভাষা শহীদদের।