আফগানিস্তানের বৃটিশ সেনা ঘাঁটিতে হামলা
আফগানিস্তানে এক বৃটিশ সেনা ঘাটিতে সংঘটিত আক্রমন, যাতে দু’জন আমেরিকান মেরিন সেনা নিহত হয়, তালেবান গোষ্ঠী সে আক্রমনের দায়িত্ব স্বীকার করেছে। শনিবার ওই জঙ্গী দলের একজন মুখপাত্র বলে, মহানবীকে অপমানসূচক চলচ্চিত্র নির্মাণ ও ঘাটিতে বৃটেনের যুবরাজ হ্যারির অবস্থানের কারণেই সেই আক্রমন চালানো হয়।