বাংলা কালচার রিপোর্ট (বিজয় কৃষ্ণ সরকার) :
ধানমন্ডির জার্মান কালচারাল সেন্টারে চলছে শিশুদের চিত্রাংকন প্রদর্শনী । সৃষ্টিশীল চিত্রের মাধ্যমে কিভাবে শিশুরা চিন্তা চেতনা, অনুভূতির স্বতন্ত্র বহি:প্রকাশ ঘটিয়ে থাকে তা বের করার জন্য চারুলয় একাডেমী আয়োজন করেছে এ প্রদর্শনী । প্রদর্শনী চলবে ১২ মার্চ পর্যন্ত।
প্রদর্শনীতে বিভিন্ন স্কুলের বিভিন্ন বয়সের ৪১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।
অংশগ্রহনকারীরা  হচ্ছে মাহী (৯ বছর), সামী (৬ বছর, ওয়াই,ডব্লিও,সি,এ), অদিতা (৮ বছর, হলিক্রস), নদী (৮ বছর, নালন্দা), সমুদ্র (৭ বছর, নালন্দা), রাফিয়া (১০ বছর), ইসরাত (১০ বছর, গভ: গার্লস), আয়জ (১০ বছর, মাস্টারমাইন্ড), অনিক (১০ বছর, ধানমন্ডি বয়েজ), আলিনা (৫ বছর, বাচা ইন্টারন্যাশনাল), আলেক্স (৫ বছর, বাচা ইন্টারন্যাশনাল), সামী (৯ বছর, স্কলারস), অরী (১৪ বছর, মোহম্মদপুর প্রিপারেটরী), অরুপ (৬ বছর, হলি হার্টস), আসিফ (১২ বছর, রেসিডেন্সিয়াল), অরিত্রী (৬ বছর), অনিন্দ্য(৬ বছর, বাচা ইন্টারন্যাশনাল), লামিসা (১০ বছর, ভিকারুন্নিসা), অবনী (৮ বছর, সানীডেল), উর্মী (৫ বছর, সানীডেল), প্রথম (৬ বছর, ইসলামী ব্যাংক), আনিসা (৮ বছর, ওয়াই,এম,সি এ), তাহসিন (১০ বছর, মাস্টারমাইন্ড), তৌসিফ (১২ বছর, মাস্টারমাইন্ড), অব্রিভ (৭ বছর, গ্রীণ হেরাল্ড), মৌমিতা (১০ বছর, ভিকারুন্নিসা), প্রীতি (১৩ বছর, ওয়াই, এম,সি,এ), প্রান্ত (১০ বছর, ধানমন্ডি বয়েজ), তাপসির (৮ বছর, বিএফএ শাহীন), তানুসা (৮ বছর, ওয়াই,এম,সি,এ), রাহাদ (৭ বছর, স্কলার), রাইসা (৫ বছর, আর্ক ইন্টা:), মালিহা (৭ বছর, আর্ক ইন্টা:), তৃষা (১০ বছর, ভিকারুন্নিসা), অতুলী (৭ বছর, ইসলামী ব্যাংক), ডিউক (১০ বছর, ভিকারুন্নিসা) এবং অর্পিতা (৪ বছর)।