এটিএন বাংলায় শুক্রবার বিকেল সাড়ে  চারটায় প্রচারিত হয় আবু সাইয়ীদের র্পূণদর্ঘ্যৈ বাংলা ছায়াছবি ‘রূপান্তর’। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই।  এতে অভিনয় করেছেন ফেরদৌস, শাকিবা, জয়ন্ত চট্টপাধ্যায়, সুভাষ দত্ত, হাবিব, শতাব্দি ওয়াদুদ, মিথুন, বিক্রম ও সাঁতাল সম্প্রদায়।

মহাভারতের অর্জুনের শ্রেষ্টত্ব অক্ষুন্ন রাখতে গুরুদক্ষিণা হিসেবে দোনাচার্যকে নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি প্রদান করতে হয় একলব্যকে যা একজন তীরন্দাজ হিসেবে নিজের সম্ভাবনার মৃতূ ‌ঘটায়। এরকম কাহিনী নিয়ে সরকারী অনুদানের ছবি রূপান্তর।