বাংলাকালচার ডট কম: রবিবার বঙ্গবন্ধু চেতনা মঞ্চ নামের একটি সংগঠন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনী নিয়ে সঙ্গীত সমৃদ্ধ দুর্লভ তথ্য চিত্র ‘আমাদের ছিলো একজন’ এর প্রদর্শনী ও ভিডিও সিডির মোড়ক উন্মোচনের আয়োজন করে। বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও চেতনা আশ্রিত এ সংগঠনের কর্মকান্ড মূলতঃ গবেষণা নির্ভর। বঙ্গবন্ধুর চেতনায় শানিত হয়ে দেশ ও জাতি গঠন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এবং রাজনৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে কাজ করে চলেছে বঙ্গবন্ধু চেতনা মঞ্চ। হাসানুর রশীদের রচনা ও পরিচালনায় ‘আমাদের ছিলো একজন’ এর ভিডিও সিডির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য  ও সাংস্কৃতিক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। পরে এ তথ্য চিত্রের অংশ বিশেষ প্রদর্শন করা হয়। বঙ্গবন্ধু চেতনা মঞ্চ’র আহবায়ক ও বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি যোগাযোগ প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বাংলাদেশ আওয়ামীলগের সাংস্কৃতিক সম্পাদক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আলমগীর কুমকুম, সংসদ সদস্য এ্যাডভোকেট তারানা হালিম, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী প্রমুখ।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।