রিপোর্ট: বাংলাকালচার ডট কম (বিজয় কৃষ্ণ সরকার)
মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় শাহ্বাগস্থ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে লেজার ভিশনের আয়োজনে বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের জীবন ও সঙ্গীত নিয়ে বৃটানিয়া মিডিয়া কম্যুনিকেশনস প্রযোজিত এবং শাকুর মজিদ পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ভাটির পুরুষ’ ডিভিডি’র জমকালো প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিভিডি’র মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সঙ্গীত ব্যাক্তিত্ব অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তী, বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব মামুনুর রশীদ, লেজার ভিশনের চেয়ারম্যান এ এক এম আরিফুর রহমান ও প্রামাণ্য চলচ্চিত্রটির পরিচালক শাকুর মজিদসহ আরো অনেকে।  অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যাক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ।  অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রজ্ঞা লাবনী।  অনুষ্ঠানের শেষে ‘ভাটির পুরুষ’ প্রামাণ্য চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।