রিপোর্ট: বাংলাকালচার ডট কম
সৃজনশীল শিল্প-সংস্কৃতির চর্চার প্রয়াসে’র সংগঠন প্রতিসৃষ্টি এবার ১ বৈশাখ (১৪ এপ্রিল ২০০৯) মঙ্গলবার, শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী’র শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সারাদিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। সকাল ৯ টায় শুরু হয়ে এ প্রদর্শনী চলবে রাত ৯ টা পর্যন্ত। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রতিসৃষ্টি’র এ আয়োজন। প্রদর্শনীতে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত ‘অর্ন্তযাত্রা’, আবু সাঈদ পরিচালিত ‘নিরন্তর’, মোরশেদুল ইসলাম পরিচালিত ‘খেলাঘর’, তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালসালু’, তৌকির আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’, ‘ঘানি’ এবং শাহরিয়ার সালাম ও আশফাক আহমেদ পরিচালিত ‘নিত্য’ ছবিগুলো দেখানো হবে।
