গ্রায়েম সোয়ানকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে জায়গা পেয়েছেন দু জন নতুন খেলোয়াড়, জনাথন বেইর্সটো ও ড্যানি ব্রিগস। প্রথম খেলা ২৩ সেপ্টেম্বর ওভালে। চোটের কারণে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক স্টুয়ার্ট ব্রড চলে গেছেন মাঠের বাইরে। হয়তো এ মরসুমে দেশের মাটিতে আর মাঠে নামতে পারবেন না তিনি। আগামী মাসে ভারতের মাটিতে ৫ ম্যাচ একদিনের সিরিজেও অনিশ্চিত তিনি। লর্ডসে ভারতের বিপক্ষে চতুর্থ একদিনের খেলার সময় তার কাঁধের মাংসপেশী ছিঁড়ে যায়। কাঁধে চোট পাওয়ায় ব্রডের সহকারী ইয়ন মর্গানকেও জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। বিশ্রাম দেয়ায় দলে নেই কেভিন পিটারসেন। খেলবেন না একদিনের দলের অধিনায়ক অযালিস্টার কুকও। তবে দলে ডাক পেয়েছেন জেমস অযান্ডারসন। ২০০৯ সালের নভেম্বরের পর থেকে তিনি কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি।
দল: গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, জনাথন বেইর্সটো, রবি বোপারা, স্কট বোর্থউইক, টিম ব্রেসন্যান, ড্যানি ব্রিগস, জোস বুটলের, জ্যাড ড্রার্নব্যাচ, স্টিভেন ফিন, আলেক্স হালেস, ক্রেগ কিসওয়েটার, সমিত প্যাটেল ও বেন স্টোকস।
