বাংলা কালচার রিপোর্ট :
চিত্রপরিচালক আবিদ হাসান বাদল গুরুতর অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এ ভর্তি হয়েছেন। গত ১৫ জুন হটাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না ঘটলে ২৮ জুন তাকে বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে ফুসফুসে পানি ধরা পড়ে। তিনি দীর্ঘদিন নিউমোনিয়ায় ভূগছিলেন।
আবিদ হাসান বাদলের নির্মিত বেশ কিছু ছবির মধ্যে ‘ধনী গরীবের প্রেম’, ‘আশিক প্রিয়া’,‘বিদ্রোহী’ বিশেষভাবে উল্লেখযোগ্য।