একটি ইসলাম বিরোধী চলচ্চিত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পাকিস্তানের  সর্ববৃহৎ শহরে হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নামে। পুলিশ জানায়, শনিবার  করাচীতে পনেরো হাজার লোক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নির্মিত স্বল্প  বাজেটের ছবিটির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। তারা যুক্তরাষ্ট্র বিরোধী  শ্লোগান দেয়।
 Innocence of Muslims নামের ছবিটি মুসলিম বিশ্বে প্রচন্ড ক্ষোভ এবং ক্ষেত্র  বিশেষে রক্তক্ষয়ী বিক্ষোভের সূত্রপাত করে। সে সব প্রতিবাদ আন্দোলন চলার  সময়ে বেশ কজন বিক্ষোভকারী সহ লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রাণ  হারান।
                    