বাংলার লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে ইটালিতে আয়োজন করা হয়েছে ‘লালন উৎসব’৷ ইটালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর৷
উৎসবে প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেল পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লালন’ ও প্রামাণ্যচিত্র ‘অচিন পাখি’৷ ১৪ অক্টোবর উৎসবের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন ইটালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ-বিন-মোমেন, ইটালি-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সিনেটর টমাসো জানোলেত্তি এবং ইটালীয় নৃতত্ত্ববিদ অধ্যাপক আলেসান্দ্রা ব্রোকোলিনি৷
উৎসবে শুরুতে তানভীর মোকাম্মেলের ‘লালন’ ছবির প্রদর্শনী হবে৷ উৎসবের সমাপনী দিনে দেখানো হবে ‘অচিন পাখি’৷ এ আয়োজন উপলক্ষ্যে লালন ফকিরের ওপর একটি আন্তর্জাতিক সেমিনারেরও আয়োজন করা হয়েছে৷ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জার্মানির লালন গবেষক ড. ক্লাউস ব্যার্লে৷ আলোচনা করবেন ইটালির আরবি ও ইসলামি ইনস্টিটিউটের অধ্যাপক ফ্রান্সেসকো জানিনি এবং রোমের লা সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নীমান সোবহান৷