বাংলা কালচার রিপোর্ট (বিজয় কৃষ্ণ সরকার) :
১০ আক্টোবর সকাল ৯.৩০টায় ধানমন্ডির ছায়ানট ভবনে অনুষ্ঠিত হয় ওস্তাদ আজিজুল ইসলাম এর বংশীবাদন। ললিত, ভৈরবীসহ বিভিন্ন রাগে বাঁশী বাজিয়ে উপস্থিত দর্শক শ্রোতাদের মোহিত করেন। শাস্ত্রীয় ধারার এ বংশীবাদক একটানা ২ ঘন্টা সুর ও লহরীর ইতি টানেন দুপুর ১১.৩০টায়।
সুদীর্ঘ ৪০ বছরেরও বেশী সময় ধরে শাস্ত্রীয় সংগীত চর্চারত শির্পীর হাতেখড়ি হয় চট্টগ্রামের প্রিয়দারঞ্জন সেনগুপ্তের কাছে। এরপর তিনি ওস্তাদ বেলায়েত আলী খান, সরোদবাদক ওস্তাদ বাহাদুর খান, পন্ডিত দেবেন্দ্র মুদ্রেশ্বর ও ভিডি কার্নাডের কাছে আরো শেখার সুযোগ পান।
বরেণ্য এ সংগীত ব্যাক্তিত্ব দেশ – বিদেশের বিভিন্ন জায়গায় তাঁর বাশীঁর সুরে ঝড় তুলেছেন। পেয়েছেন অনেক খ্যাতি ও সম্মাননা। তিনি সিটিসেল- চ্যানেল আই পদকসহ বিভিন্ন সম্মানে ভুষিত হয়েছেন।