জেলার কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে আদিবাসী এডিশন (১৮) নামে এক যুবক এবং শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিপুল দেব(৫৫) নামে আরেকজন নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টায় কুলাউড়ার আউটার সিগনালের নিকট ঢাকা-সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এডিশন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এডিশন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল ক্রসিং করার সময় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের নুনছড়া পুঞ্জির যামিনী মালিয়ার পুত্র।
অপরদিকে জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে সোমবার রাত ১১ টায় বিপুল দেব বিদুৎস্পৃষ্ট হয়ে নিহত হন।
পারিবারিক সূত্রে জানা যায়, বিপুল দেব নিজ বাড়িতে বিদুৎতের একটি টিউবলাইট জ্বালাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হন।

 
                    