ইরান যে কোন আক্রমণের পালটা জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।   ইস্রায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্ব নেতৃবর্গেকে  তেহরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে পরিষ্কার ভাবে একটি রেড লাইন বেঁধে  দেওয়া আহ্বান জানানোর পর ইরান ঐ মন্তব্য করে।   
  
 জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এশাঘ আল হাবিব নেতানিয়াহুর বিরুদ্ধে  অভিযোগ করে বলেন, তেরানের বিরুদ্ধে তিনি যে অভিযোগ করছেন তা “ ভিত্তিহীন”  এবং ইরানের  পারমাণবিক  কার্যক্রম শান্তিপূর্ণ কাজের জন্য।
 বিশ্ব শক্তিবর্গ বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরী করার চষ্টা করছে।
  
 সাধারণ পরিষদের অধিবেশনে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন  নেতানিয়াহু ডেলিগেটসদের বলেন ইরানকে নিবৃত্ত করার সময়ে শেষ হয়ে গিয়েছে।
  
 এই সপ্তাহের গোড়ার দিকে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ভাষণ দেন। তিনি  বলেন ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত করতে যা কিছু  প্রযোজন তা আমেরিকা করবে। তবে তিনি ইরানকে চরম কোন নির্দেশ দেয়নি।
 বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন মিঃ নেতানিয়াহুর সংগে  সাক্ষাত করেন তবে তাদের আলোচনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
                    