সাভারের আমিনবাজারে মঙ্গলবার সন্ধ্যায় এক যুবককে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সাতটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে।
সালেপুর এলাকায় এ হামলায় নিহত ইকবাল হোসেন (২৭) আমিনবাজার ইউনিয়নের চাঁনপুর মহল্লার লিয়াকত আলীর ছেলে। তিনি একজন প্রাইভেটকার চালক বলে স্থানীয়রা জানিয়েছেন।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, পূর্ব শত্রুতার জের ধরে বাসা থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা ইকবালকে কুপিয়ে হত্যা করেছে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঢাকা-আরিচা মহাসড়ক সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অবরোধ করে রাখে।
পরে পুলিশ ও র্যাব গিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহতের ফুফাত ভাই আনজাল হোসেন সাংবাদিকদের বলেন, বিকাল ৪টার দিকে ইকবালকে কয়েকজন যুবক বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সন্ধ্যা ৭টার দিকে তারা খুঁজতে খুঁজতে সালেপুর ব্রিজের কাছে নদীর ঢালে ইকবালের ক্ষতবিক্ষত দেহ দেখতে পান।
আনজাল হোসেন আরো বলেন, ওই সময় তারা মৃতদেহের পাশে ১ নম্বর ওয়ার্ড সদস্য সোহরাব হোসেন কয়েকজন লোক নিয়ে গর্ত করছিলেন ইকবালের দেহ পুতে রাখার জন্য। তখন লোকজনের ধাওয়ায় তারা পালিয়ে যান।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন সাংবাদিকদের বলেন, বিক্ষুব্ধ জনতা ৬টি ট্রাক ও একটি ভেকুতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ঢাকা থেকে অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গাড়িগুলোর বেশিরভাগ অংশ পুড়ে যায়।
ওসি আরো বলেন, এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়ের রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 
                    