নীলফামারীতে হাসপাতালে নববধুর লাশ ফেলে স্বামীর পলায়ন
নববধুর লাশ হাসপাতালে ফেলে পালিয়েছে স্বামী। আজমঙ্গলবার সকালে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের এ ঘটনায় মুন্নী (১৮) নামে ওই নববধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের মৃত নুরুজ্জামানের মেয়ে।