বিশ্বব্যাংক সম্মেলন শেষেদেশে ফিরেছেন গভর্নর
বিশ্বব্যাংক ও আন্তজার্তিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড.আতিউর রহমান। রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরসচিবালয়ের মহাব্যস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে রাত পৌনে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন।