জাল টাকা তৈরীর কারিগর গ্রেফতার
শপিং মল, খুচরা বাজার, এমনকি ব্যাংকে, জালটাকার ফাঁদে পড়ে প্রতারিতহওয়ার অভিজ্ঞতা অনেকের। অবশ্য টাকা জাল করার ‘কারিগর’ জামান বিশ্বাসের কাছে এ কাজ ‘খুবই সহজ’। অল্প ‘পুঁজিতে’ লাভও বেশি! পুলিশ কর্মকর্তারা বলছেন,ঈদের আগে আগে টাকা জালকারী চক্রগুলো কয়েকগুণ বেশি তৎপর হয়ে ওঠে।