জলসীমা নিয়ে বিরোধের মাঝে চীনা নৌমহড়া
পূর্ব চীন সাগরে সমুদ্রসীমা নিয়ে চীন ওজাপানের মধ্যে যে বিরোধ আছে, তাতে জাপানকে একটা স্পষ্ট সতর্কতার বার্তা দিয়ে চীন সেখানে নৌবাহিনীর মহড়া শুরু করেছে। ঐ অঞ্চলে যে বিতর্কিত দ্বীপটির মালিকানা নিয়ে দু'দেশের মধ্যে সংঘাত চলছে, তার আশেপাশে চীনা বাণিজ্যিক জাহাজগুলোকে ইদানীং বিদেশী জলযানগুলো হেনস্থা করছে বলে চীনের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যমে এর…