আগামী বছর আসছে প্রথম বাংলা-ফরাসি ছবি ‘লাল টিপ’
বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনার প্রথম ছবি ‘লাল টিপ’ নিয়ে বেশ আশা আর প্রত্যাশার আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে৷ বাংলাদেশ, থাইল্যান্ড ও ফ্রান্সে শেষ হয়েছে ছবির চিত্র ধারণের কাজ৷ আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে৷