News

আফগান নিরাপত্তা বাহিনীর কাছে দায়িত্ব অর্পন শুরু

নেটো, আফগানিস্তানের মধ্যাঞ্চলের বামিয়ান প্রদেশের নিরাপত্তার দায়িত্ব আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তরিত করেছে। বামিয়ান হচ্ছে প্রথম সাতটি এলাকার মধ্যে একটি যেটি একেবারে প্রাথমিক পর্যায়ে নিজ দায়িত্ব গ্রহণ করেছে। এই রদবদল উপলক্ষে আজ বামিয়ানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ২০০১ সালের শেষে তালিবানের পতনের পর বামিয়ান প্রদেশে তেমন কোন লড়াই…

প্রেসিডেন্ট হামিদ কারজাই-র ভাই নিরাপত্তা রক্ষীর গুলিতে নিহত

একজন আফগান গোয়েন্দা কর্মকর্তা বলেছেন কান্দাহার শহরে প্রেসিডেন্ট হামিদ কারজাই-র ভাই আহমাদ আলী কারজাইকে তাঁর নিরাপত্তা রক্ষীদের একজন সদস্য গুলি করে হত্যা করেছে। আততায়ীর পরিচয় দেয়া হয়েছে ---সরদার মোহাম্মদ। আলী কারজাইর অন্যান্য দেহরক্ষীদের গুলিতে সে প্রান হারায়।