আজ পালিত হচ্ছে মুসলিম জাহানের পবিত্র হজ্জ। “লাব্বায়েক আল্লাহুমা লাব্বায়েক” ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের আকাশ বাতাস।

প্রতি বছরের ন্যয় এ বছরও প্রায় ২৫ লাখ মুসল্লি হজ্জ পালন করছেন। আজ সকালে তারাবিয়া পাঠ করে এ সকল ধর্ম প্রাণ মুসল্লিরা হজ্জের আনুষ্ঠানিকতা শুরু করেন। এ সময় তারা মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হন। এই আরাফাতের ময়দানে ১৫০০ বছর আগে হযরত মুহম্মদ (স:) বিদায় হজ্জের ভাষন দেন। তাই ৮ জিলহজ্জ সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজীরা এখানে অবস্থান করে জোহর এবং আসরের নামায আদায় শেষে সূর্যাস্তের পর ৫ মাইল দূরে মূলতালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ পরবেন। আজ সারা রাত তারা খোলা আকাশের নিচে রাত কাটিয়ে ফজরের নামাজ পরে কোরবানীর আনুষ্ঠানিকত শেষে মিনায় শয়নানের উদ্দেশ্যে পাথর ছুড়বেন। এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৯৩ হাজার মুসল্লী হজ্জ পালন করতে সৌদি আরব গিয়েছেন। এর মধ্যে সরকারী ভাবে ৬,৭০৩ ন এবং বাকীরা বেসরকারী ভাবে হজ্জ পালন করছেন ।