বাংলা কালচার রিপোর্ট (বিজয় কৃষ্ণ সরকার) : সোমবার শেষ হলো ৫দিনব্যাপী শারদীয় দূর্গোৎসব। সারাদেশে মন্ডপে মন্ডপে বৃহষ্পতিবার ষষ্ঠী পুজায় দেবী দূর্গার বোধন ও আবাহনের  মধ্যদিয়ে শুরু হয় এ উৎসব। ভক্তরা সপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমীতে দেবী দূর্গার পূজার্চনা করেন ঘন্টা, ঢাক বাজিয়ে ফুল, ফল ও নানা উপাচার দিয়ে। সোমবার দশমী তিথিতে দেবী ভক্তদের কাদিয়ে ধরাধাম ত্যাগ করেন।

এবার দেবী পৃথিবীতে এসেছিলেন দোলায় চড়ে আর চলে যান গজে আরোহন করে।

শাস্ত্রমতে, দেবীদূর্গা দোলায় চড়ে মর্ত্যে এলে বসুন্ধরা ফুলে ফলে শস্য শ্যামলায় ভরে উঠে। গজে বিদায় নিলে প্রাকৃতিক মহামারী হওয়ার আশংকা থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, দেবী সারা বছর সকলের অশুভ শক্তিকে নাশ করে, দূর্গতি মোচন করে ত্রানকর্তা হিসেবে থাকবেন।

‘বছর ঘুরিলে আবার আসিবে’, ‘জয় দূর্গামাতার জয়’, ‘জয় লক্ষী-সরস্বতী-কার্তিক-গণেশ’ ধ্বনি দিতে দিতে ভক্তরা নদীতে এবং স্থান বিশেষে পুকুরে প্রতিমা বিসর্জন দেন সূর্যাস্তের সাথে সাথে। প্রতিমা বিসর্জন শেষে একে অপরের সাথে কোলাকুলি, প্রণাম বিনিময় করে পরস্পরের শুভ কামনা করেন।