শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যা-লয়ে সপ্তাহব্যাপী জয়নুল উত্সব এবং বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। আগামী চার জানুয়ারি পর্যন্ত এ উত্সব চলবে।
পশ্চিমবঙ্গের, বিশেষ করে কলকাতা শহরের শারদীয় উৎসবের সঙ্গে যাঁরা পরিচিত, তাঁরাই জানেন কথাগুলো৷ দর্শনার্থীদের উদ্দেশ্যে যে ঘোষণা করেন উদ্যোক্তারা যে, বেশিক্ষণ দাঁড়াবেন না৷ অন্যদেরও দেখার সুযোগ করে দিতে এগিয়ে চলুন৷
তিনি চিত্রশিল্পী, ভাস্কর, অঙ্কশাস্ত্রবিদ, গায়ক, প্রকৃতি বিজ্ঞানী, শারীরতত্ত্ববিদ, সামরিক বিশেষজ্ঞ, আবিষ্কারক, স্টেজ ডিজাইনার, দার্শনিক। প্রতিটি বিষয়েই তিনি চেয়েছিলেন শ্রেষ্ঠত্ব অর্জন করতে এবং অনেকাংশে তিনি সফলও হয়েছিলেন।
India's most famous artists, M.F. (Maqbool Fida) Husain has died at the Royal Brompton hospital in London after years of self-imposed exile. He was 95, was unwell for the past few weeks.
বাংলা কালচার রিপোর্ট (বিজয় কৃষ্ণ সরকার) :
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলছে নাইব উদ্দিন আহমেদ এর একক আলোকচিত্র প্রদর্শনী। 'আমার বাংলা' শিরোনামে দেশের বিভিন্ন অঞ্চলের বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের গ্রাম বাংলার শাশ্বত রুপ ফুটে উঠেছে।