শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে তিনি মর্ত্যলোকে আসছেন বাপের বাড়ি বেড়াতে। সঙ্গে আসছেন মায়ের চার সন্তান। জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী; ধন, ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ এবং বলবীর্য ও পৌরুষের প্রতীক কার্তিক।
আজ পালিত হচ্ছে মুসলিম জাহানের পবিত্র হজ্জ। "লাব্বায়েক আল্লাহুমা লাব্বায়েক" ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের আকাশ বাতাস।
রংপুরে ২০০ কোটি টাকার চামড়ার বাজারে ভারতীয় দালালদের ভীড়, সংকায় ভুগছেন দেশীয় ব্যবসায়ীরা। জানা যায় কোরবানীর চামড়া দেশীয় বাজারের চাহিদা পুরন করে বিদেশেও রপ্তানী করা হয়। চামড়া শিল্প থেকে বাংলাদেশ বিরাট অংকের বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে।
বাংলা কালচার ডট কম :
শেষ হলো শনিবার থেকে শুরু হওয়া টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহন করেন এতে । তুরাগ তীরের প্রায় ১৬০ একরের ইজতেমা ময়দান ছাড়িয়ে আশেপাশের আরো কয়েক কিলোমমিটার এলাকায় জমায়েত হয় লাখো মুসল্লী । মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা যোবায়রুল হাসান । মুসলিম উম্মার পাশাপাশি সারা বিশ্বের সুখ শান্তি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।
বাংলা কালচার রিপোর্ট (বিজয় কৃষ্ণ সরকার) : ৩ অক্টোবর শনিবার পূর্ণিমা তিথিতে বাঙালী হিন্দুদের ঘরে ঘরে পুজিত হচ্ছে ধন সম্পদ আর এশ্বর্যের দেবী লক্ষী। আজ হিন্দু রমনীরা সারাদিন উপবাস থেকে ফুল ফল নানা উপাচারে দেবী লক্ষীকে পুজা করছে। বেলা ১১টা ১৭মিনিটে ফূর্ণিমা শুরু হয়েছে আর শেষ হবে রবিবার বেলা ১১টা ৪৯ মিনিটে। এই সময়ের মধ্যে লক্ষীদেবীর পুজা অনুষ্ঠিত হবে।