বাংলা কালচার ডট কম :
একুশের প্রথম প্রহর থেকেই শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। কেন্দ্রিয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
বাংলা কালচার ডট কম :
সরকার ১৫ জন বিশিষ্ট ব্যাক্তিকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ একুশে পদক ২০১০ ঘোষণা করেছে।
বাংলা কালচার ডট কম: বাংলা একাডেমী আয়োজিত দু’দিনব্যাপী ‘বাংলা ব্যাকরণ প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালার ২রা ভাদ্র ১৪১৬/ ১৭ই আগস্ট ২০০৯ শেষ দিন।
বেলা ৪:০০টায় প্রখ্যাত লেখক সিকান্দার আবু জাফর স্মরণে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি আবদুল মান্নান সৈয়দ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। স্মৃতিচারণ করেন মোহাম্মদ সিরাজুদ্দীন, অধ্যাপক আবুবকর সিদ্দিক এবং অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।
বাংলা কালচার ডট কম: বাংলা একাডেমীর ইতিহাস, ঐতিহ্য ও কর্মধারা বর্তমান প্রজন্মের কর্মকর্তাদের কাছে তুলে ধরার ল্েয বাংলা একাডেমী একটি ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করেছে।